পানাম সিটির স্থানীয় সমস্যা চিহ্নিত ও এর উন্নয়ন রূপরেখা তৈরী লক্ষ্যে স্থানীয়ভাবে অদ্য ১৯ সেপ্টেম্বর ২০১৪ তারিখ বেলা ১১.০০ ঘটিকায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পানামসিটি অফিসে পানাম সিটির ইতিহাস ঐতিহ্য সুরক্ষায় ও এর উন্নয়ন কল্পে এক মত বিনিময় সভা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব শিরিন আক্তার, উপ-পরিচালক (প্রশাসন), উপসচিব শেখ মহঃ রেজাউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু নাছের ভূঁঞা, আঞ্চলিক পরিচালক ড. মো: আতাউর রহমান, প্রকৌশলী জাকির হুসেন চৌধুরী ও মো: রফিকুল ইসলাম এবং হিসাব রক্ষণ অফিসার ও আইন সহযোগী মো: ছামছুল আলম, সহকারী পরিচালক নাহিদ সুলতানা, ফিল্ড অফিসার নাসিমা শাহিন ও উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলামসহ স্থানীয় জনগণ। উক্ত সভায় নিম্নে উল্লেখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয় ও তা বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহিত হয়।
পানাম সিটির সরু পথে ভারী যানচলাচল করায় এ সিটির অবকাঠামো ক্ষতির সম্মুখিন হচ্ছে তাই পানাম সিটির অভ্যন্তরে রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধ করতঃ উত্তর পার্শের বাইপাস রাস্তা সকল প্রকার যানবাহন চলাচলের জন্য উন্মোক্ত করা হয়। শিঘ্রই এর উন্নয়ন কল্পে পুরাতন ভবন সমূহ সংস্কার সংরক্ষণ, পরিখা উন্নয়ন, যাদুঘর স্থাপন ও অফিস ভবন নির্মানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। অচিরেই সীমানা প্রাচীর নির্মান করার সিদ্ধান্তও গৃহীত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস